Wellcome to National Portal

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী—অনলাইন জুয়া খেলার জন্য পোর্টাল/অ্যাপস/ডিভাইস তৈরি, পরিচালনা, অংশগ্রহণ, সহায়তা, উৎসাহ প্রদান বা বিজ্ঞাপনে যুক্ত থাকা আইনত দণ্ডনীয় অপরাধ যার শাস্তি অনধিক দুই বছর কারাদণ্ড বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
স্যার পি.সি. রায়ের বাড়ি
Location

পাইকগাছা

Transportation

খুলনা থেকে বাসে পাইকগাছা যাবার পথে, রাড়ুলী পাইকগাছা সংযোগ সড়কে নেমে, সেখান থেকে রিক্সা কিংবা অটোরিক্সায় যাওয়া যায়

Contact

0

Details

বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য্যপ্রফুল্লচন্দ্র রায়(পি,সি,রায়) – এর জন্মভূমি। ১৮৬১ সালের ২ আগস্ট খুলনার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদের তীরবর্তী রাড়ুলীতে স্যার পি.সি. রায় জন্মগ্রহণকরেছিলেন।

পি,সি,রায় ছিলেন একাধারে বিজ্ঞানী,দার্শনিক ও শিল্পী। সমাজ সংস্কারে মানবতাবোধে উজ্জীবিত ছিলেন তিনি। তদানিন্তন সময়ে পল্লী মানুষের অর্থনৈতিক উন্নয়নে সমবায় ব্যাংক পদ্ধতি চালু করেন। ১৯০৯সালেনিজজন্মভূমিতেকো-অপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করেন। চারটি গ্রামের নাম মিলে ১৯০৩ সালে বিজ্ঞানী স্যার পি,সি,রায় দক্ষিণ বাংলায় প্রথম আর,কে,বি,কেহরিশ চন্দ্র শিক্ষা প্রতিষ্ঠানক রেন।