২৭ জুলাই, ২০১১ খুলনা জিমনেসিয়ামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সংস্থার আন্তর্জাতিক বন্ধুত্ব প্রকল্পঃএর আওতায় আনুষ্ঠানিকভাবে স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিট’র চেয়ারম্যান কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ এম এস আকবর এম.পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ক্যাপ্টেন (অবঃ) আবু বকর, যুব স্বেচ্ছাসেবক বিভাগের ইনচার্জ ইমাম জাফর শিকদার, কেসিসি’র প্যানেল মেয়র-১ আজমল আহমেদ তপন ও জাপানী ডেলিগেশন লিডার তাদচুয়া আসানো। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর আলী আকবর টিপু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিট এর ভাইস চেয়ারম্যান ও কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর হালিমা ইসলাম, সিটি ইউনিট এর সেক্রেটারী মলিক আবিদ হোসেন কবীর প্রমূখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিট এর যুব প্রধান ফয়জুল ইসলাম টিটো ও উপ যুব প্রধান এস এম মামুনুর রশীদ। এর আগে সকাল ১০টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক বন্ধুত্ব প্রকল্পের জাপানী ডেলিগেট বৃন্দ, খুলনা নগর ভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিট’র চেয়ারম্যান কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ এম এস আকবর এম.পি, মহাসচিব ক্যাপ্টেন (অবঃ) আবু বক্করসহ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা, কেসিসি’র কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS