নাগরিক সেবাঃ
সেবা গ্রহণকারীকে আবেদনের নির্ধারিত ফরমে আবেদনকারীর ব্যবসার ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, ব্যাংক সনদ, নাগরিকত্বের সনদ, প্রতিষ্ঠানের মালিকানা সংক্রান্ত দলিলপত্রাদি ইত্যাদি সংযুক্তপূর্বক আবেদন করতে হয়। সরকার নির্ধারিত ফি চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিতে হয়।
0
কার্যক্রমঃ
(ক) Essential Commodities Control Order, 1981
(খ)Gold (Procurement, Storage and Distribution) Order, 1987মোতাবেক ডিলিং লাইসেন্স ইস্যু করা হয়।
যেমনঃ
(1) স্বর্ণ জুয়েলারী,
(2) স্বর্ণ কারিগরী,
(3) লৌহ ও ইস্পাতজাত দ্রব্য,
(4) সিমেন্ট,
(5) কাপড় পাইকারী/ খুচরা,
(6) দুগ্ধজাত দ্রব্য,
(7) সিগারেট,
(8) সুতা ইত্যাদি।
(9) পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসা পরিচালনার জন্য অনাপত্তি সনদ ও রেস্তোরাঁর নিবন্ধন সংক্রান্ত লাইসেন্স প্রদান করা হয়।
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS