জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার অধীন একটি শাখা যাহা খুলনা কালেক্টরেট ভবনের ২য় তলায় অবস্থিত। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন, জাতীয় ই-সেবা সিস্টেম (NESS) বাস্তবায়ন, জাতীয় ওয়েব পোর্টাল ফ্রেমওয়ার্ক (NPF) বাস্তবায়, জেলা ই-সার্ভিস সিস্টেম পর্যবেক্ষণ, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (UISC), হাইটেক পার্ক স্থাপন তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) সংক্রান্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন শাখা হিসেবে এ কার্যালয়ে আইসিটি শাখা খোলা হয়েছে। জেলা ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা এর তত্ত্বাবধানে শাখাটি পরিচালিত হয়। শাখার প্রধান হিসেবে একজন সহকারী কমিশনার (আইসিটি) দায়িত্বে আছেন। শাখার দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম চালিয়ে নিয়ে যাবার জন্য একজন অফিস সহকারী (আইসিটি) এবং একজন এমএলএসএস কাজ করে থাকেন।
নাগরিকদের সেবা প্রদানের নিমিত্ত জনগণের সাথে প্রত্যক্ষভাবে শাখাটির কোন সংশ্লেষ নেই।
0
১. জেলা ই-সার্ভিস সিস্টেম পর্যবেক্ষন এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।
২. জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০০৯ বাস্তবায়নে কাজ করা।
৩. জেলা আইসিটি বিষয় কমিটি/ফোরামের সদস্যদের নিয়ে মাসিক সভা করা।
৪. ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (UISC) এর কার্যক্রম পর্যবেক্ষন করা।
৫. ভিডিও কনফারেন্সিং করা।
৬. মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্দেশনা মোতাবেক ভিশন ২০২১-ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নির্দেশনা মোতাবেক কাজ করা।
৭. বিসিসি কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত কম্পিউটার ল্যাব এর কার্যক্রম পর্যবেক্ষন করা।
৮. এছাড়া অন্যান্য দাপ্তরিক সকল কার্যক্রম করা।
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS