শিরোনাম
শেখ রাসেল টেনিস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় ‘শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট, ২০১৯’ এর নারী একক ক্যাটাগরির ফাইনাল ম্যাচ। এতে প্রতিদ্বন্দিতা করেন মঙ্গোলিয়ার মারালগো চগসোমজাভ ও ভারতের যুবরানী ব্যানার্জী। তুমুল প্রতিদ্বন্দিতার শেষে ২-১ সেটে (গেম ব্যবধান: ৬-৩, ৩-৬, ৭-৫) জয়লাভ করেন মারালগো চগসোমজাভ। ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। মাননীয় প্রতিমন্ত্রী চ্যাম্পিয়ন মারালগো চগসোমজাভ এর হাতে ট্রফি ও ৬০০০ মার্কিন ডলারের চেক তুলে দেন। এদিকে যুবরানী ব্যানার্জীকে পান রানার্সআপ ট্রফি ও ৩০০০ মার্কিন ডলারের চেক। পুরস্কার বিতরণী মঞ্চে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সেখ সালাহউদ্দিন জুয়েলসহ স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং খুলনায় ভারতীয় সহকারী হাই কমিশনার জনাব রাজেশ কুমার রায়না। সুযোগ্য জেলা প্রশাসক, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা ও টুর্নামেন্ট প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ হেলাল হোসেন মহোদয় এসময় মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ক্রেস্ট প্রদান করেন। অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড় ও আম্পায়ারদের মেডেল প্রদান করা হয়।