Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সমগ্র বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশে ঘোষিত "ঘরে থাকুন, নিরাপদ থাকুন" এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষ, যারা এখনো জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারি সহায়তা পায়নি এবং বিশেষভাবে নিম্নমধ্যবিত্ত শ্রেণির ব্যক্তিবর্গ, যারা জনসম্মুখে দাড়িয়ে ত্রাণ নিতে সংকোচ বোধ করে তাদেরকে খাদ্যসহায়তা প্রদানের নিমিত্ত জেলা প্রশাসন, খুলনার উদ্যোগে গঠিত বিশেষ "বেসরকারি মানবিক সহায়তা সেল" এর আওতায় "Door To Door Essential Goods Distribution in Corona Crisis Through Digital Survey" কার্যক্রম চলমান রয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিদর্শন করেন খুলনা বিভাগের অভিভাবক মান্যবর বিভাগীয় কমিশনার জনাব ড মু আনোয়ার হোসেন হাওলাদার মহোদয় এবং প্রয়োজনের প্রেক্ষিতে গৃহীত এরকম সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। উদ্ভূত করোনা পরিস্থিতিতে ফোন কল, এস এম এস, ইমেইল ও বিভিন্নভাবে প্রাপ্ত তথ্যের ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং প্রকৃত অর্থেই যারা সাহায্য পাওয়ার যোগ্য তাদেরকে যাচাই করে জনসমাগম পরিহার করে প্রায় ৩০০ ভলান্টিয়ারের মাধ্যমে ঘরে ঘরে প্রয়োজনীয় দ্রব্যাদি পৌছে দেয়ার এ জনহিতকর উদ্যোগের নেতৃত্ব দান করছেন খুলনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হেলাল হোসেন মহোদয়।