Wellcome to National Portal

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী—অনলাইন জুয়া খেলার জন্য পোর্টাল/অ্যাপস/ডিভাইস তৈরি, পরিচালনা, অংশগ্রহণ, সহায়তা, উৎসাহ প্রদান বা বিজ্ঞাপনে যুক্ত থাকা আইনত দণ্ডনীয় অপরাধ যার শাস্তি অনধিক দুই বছর কারাদণ্ড বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

খুলনার সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা: সড়কপথে খুলনা থেকে যশোর হয়ে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট পাড় হয়ে ঢাকা যাওয়া যায় ও ঢাকা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পাড় হয়ে যশোর হয়ে খুলনা আসা যায়।

তাছাড়া সড়কপথে খুলনা থকে বাগেরহাট,গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু পাড় হয়ে ঢাকা যাওয়া যায় ও ঢাকা থেকে পদ্মা সেতু পাড় হয়ে গোপালগঞ্জ,বাগেরহাট হয়ে খুলনা আসা যায়।

পরিবহন: খুলনা থেকে ঢাকা বিভিন্ন পরিহন যাতায়াত করে উল্লেখযোগ্য গ্রীনলাইন পরিবহন,হানিফ পরিবহন,ঈগল পরিবহন,সোহাগ পরিবহন,টুঙ্গিপাড়া এক্সপ্রেস ইত্যাদি।ভাড়া: নন-এসি ও এসি ৬০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত ।

খুলনা থেকে ঢাকা যাওয়ার টিকিট প্রাপ্তিস্থান: হোটেল রয়্যাল চত্বর (সাত রাস্তার মোড়), শিববাড়ী মোড় এবংসোনাডাঙ্গা। এছাড়াও খালিশপুর (নতুন রাস্তার মোড়), দৌলতপুর, ফুলবাড়ীগেট ও অন্যান্য স্থান থেকে টিকেট সংগ্রহ করা যায়।

রেল পথে যোগাযোগ ব্যবস্থা: খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে খুলনা সুন্দরবন , চিত্রা এক্সপ্রেস ,জাহানাবাদ এক্সপ্রেস নামে  ট্রেন যাতায়াত করে।