0
0
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কাযার্লয়, খুলনা
(রেকর্ডরুম শাখা)
জেলা রেকর্ড রুম জনগনকে যে ধরনের সেবা প্রদান করে থাকে তা নিচে দেখানো হলো।
ক্রমিক |
সেবার নাম |
সেবা মূল্য |
ধার্য্ সময় |
করণীয় |
সেবা প্রদান পদ্বতী |
সংশ্লিষ্ট কর্মকর্তা /কর্মচারী |
|
১ |
২ |
৩ |
৪ |
৫ |
|
০১ |
খতিয়ানের সহি মোহরার অনুলিপি প্রদান |
আবেদন প্রতি জরুরী ফি=১৬/-(ষোল টাকা) আবেদন প্রতি সাধারণ ফি=৮/-(আট টাকা) |
জরুরী আবেদন প্রতি তিন কর্মদিবস সাধারন আবেদন ছয় কর্মদিবস |
খতিয়ান প্রার্থিকে জেলা প্রশাসক মহোদয়ের ই- সেবা কেন্দ্রে ২ নং ক্রমিকে উল্লিখিত ফি এর কোর্ট ফি সহ এবং- প্রতি পাতা খতিয়ানের জন্য কপিস্টের ফি ২৫ পয়সা এবং খতিয়ান ফর্মের মূল্য প্রতিটি ০৬ পয়সা হারে অতিরিক্ত কোর্ট ফি সহ আবেদন করতে হবে। |
একজন আবেদনকারী যে স্থানে আবেদন করবেন অর্থাৎ জেলা প্রশাসক মহোদয়ের ই- সেবা কেন্দ্র থেকেই তিনি তার কাঙ্খিত সেবাটি পূর্ব নিধারিত তারিখেই নিধারিত রশিদ জমাদান সাপেক্ষে গ্রহন করতে পারবেন। |
ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলা রেকর্ডরুম প্রয়োজনে যোগাযোগ :- ০১৩২২৮৭৫৫১৫
|
০২ |
ইন ফরমেশনের মাধ্যমে তথ্য প্রদান |
আবেদন প্রতি জরুরী ফি=২০/-(বিষ টাকা) আবেদন প্রতি সাধারন ফি=১০/-(দশ টাকা) |
জরুরী আবেদন প্রতি তিন কর্মদিবস সাধারণ আবেদন ছয় কর্মদিবস(বহিরাগত কোন তথ্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখা থেকে প্রাপ্তি সাপেক্ষে তথ্য প্রদান করা হবে) |
খতিয়ান প্রার্থিকে জেলা প্রশাসক মহোদয়ের ই- সেবা কেন্দ্রে ২ নং ক্রমিকে উল্লিখিত ফি এর কোর্ট ফি সহ আবেদন করতে হবে। |
একজন আবেদনকারী যে স্থানে আবেদন করবেন অর্থাৎ জেলা প্রশাসক মহোদয়ের ই- সেবা কেন্দ্র থেকেই তিনি তার কাঙ্খিত সেবাটি পূর্ব নিধারিত তারিখেই নিধারিত রশিদ জমাদান সাপেক্ষে গ্রহন করতে পারবেন। |
ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলা রেকর্ডরুম প্রয়োজনে যোগাযোগ :- ০১৩২২৮৭৫৫১৫
|
০৩ |
বিভিন্ন মামলা/ কেস নথির নকল প্রদান |
আবেদন প্রতি ফি=২০/-(বিষ টাকা) |
আবেদনকারী কোর্ট ফি ও ফলিও সরবরাহ করার পর সাত কর্ম দিবসের মধ্যে প্রদান করা হয়। |
খতিয়ান প্রার্থিকে জেলা প্রশাসক মহোদয়ের ই- সেবা কেন্দ্রে ২ নং ক্রমিকে উল্লিখিত ফি এর কোর্ট ফি সহ আবেদন করতে হবে। |
একজন আবেদনকারী আবেদন করার পর তার চাহিত নকলের কেস নথি তলব করা হয়। নথি পাওয়ার পর আবেদনকারীকে প্রয়োজনীয় কোর্ট ফি ও ফলিও সরবরাহ করতে হবে।কোর্ট ফি এবং ফলিও পাওয়ার সাত দিন পর রেকর্ডরুম অথবা ই- সেবা কেন্দ্র থেকে সরবরাহ করা হয়। |
ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলা রেকর্ডরুম প্রয়োজনে যোগাযোগ :- ০১৩২২৮৭৫৫১৫
|
স্বাক্ষরিত/-
আর আর ডি সি
খুলনা।
রেকর্ডরুম শাখাজেলা প্রশাসকের কার্যালয়, খুলনা। মোবাইল নম্বর: ০১৩২২৮৭৫৫১৫
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস