Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রেকর্ড রুম শাখা
নাগরিক সেবা

0


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা প্রশাসকের কাযার্লয়, খুলনা

(রেকর্ডরুম শাখা)

                              

                             জেলা রেকর্ড রুম জনগনকে যে ধরনের সেবা প্রদান করে থাকে তা নিচে দেখানো হলো।

ক্রমিক

সেবার নাম

সেবা মূল্য

ধার্য্ সময়

করণীয়

সেবা প্রদান পদ্বতী

সংশ্লিষ্ট কর্মকর্তা /কর্মচারী

 

 

০১

খতিয়ানের সহি মোহরার অনুলিপি প্রদান

আবেদন প্রতি জরুরী ফি=১৬/-(ষোল টাকা)

আবেদন প্রতি সাধারণ ফি=৮/-(আট টাকা)

জরুরী আবেদন প্রতি তিন কর্মদিবস

সাধারন আবেদন ছয় কর্মদিবস

খতিয়ান প্রার্থিকে জেলা প্রশাসক মহোদয়ের ই- সেবা কেন্দ্রে ২ নং ক্রমিকে উল্লিখিত ফি এর কোর্ট ফি সহ এবং- প্রতি পাতা খতিয়ানের জন্য কপিস্টের ফি ২৫ পয়সা এবং খতিয়ান ফর্মের মূল্য প্রতিটি ০৬ পয়সা হারে অতিরিক্ত কোর্ট ফি সহ  আবেদন করতে হবে।

একজন আবেদনকারী যে স্থানে আবেদন করবেন অর্থাৎ  জেলা প্রশাসক মহোদয়ের ই- সেবা কেন্দ্র থেকেই তিনি তার কাঙ্খিত সেবাটি পূর্ব নিধারিত তারিখেই নিধারিত রশিদ জমাদান সাপেক্ষে গ্রহন করতে পারবেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলা রেকর্ডরুম

প্রয়োজনে যোগাযোগ :- ০১৩২২৮৭৫৫১৫

 

০২

ইন ফরমেশনের মাধ্যমে তথ্য প্রদান

আবেদন প্রতি জরুরী ফি=২০/-(বিষ টাকা)

আবেদন প্রতি সাধারন ফি=১০/-(দশ টাকা)

জরুরী আবেদন প্রতি তিন কর্মদিবস

সাধারণ আবেদন ছয় কর্মদিবস(বহিরাগত কোন তথ্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখা থেকে প্রাপ্তি সাপেক্ষে তথ্য প্রদান করা হবে)

খতিয়ান প্রার্থিকে জেলা প্রশাসক মহোদয়ের ই- সেবা কেন্দ্রে ২ নং ক্রমিকে উল্লিখিত ফি এর কোর্ট ফি সহ  আবেদন করতে হবে।

একজন আবেদনকারী যে স্থানে আবেদন করবেন অর্থাৎ  জেলা প্রশাসক মহোদয়ের ই- সেবা কেন্দ্র থেকেই তিনি তার কাঙ্খিত সেবাটি পূর্ব নিধারিত তারিখেই নিধারিত রশিদ জমাদান সাপেক্ষে গ্রহন করতে পারবেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলা রেকর্ডরুম

প্রয়োজনে যোগাযোগ :- ০১৩২২৮৭৫৫১৫

 

 

০৩

বিভিন্ন মামলা/ কেস নথির নকল প্রদান

আবেদন প্রতি ফি=২০/-(বিষ টাকা)

আবেদনকারী কোর্ট ফি ও ফলিও সরবরাহ করার পর সাত কর্ম দিবসের মধ্যে প্রদান করা হয়।

খতিয়ান প্রার্থিকে জেলা প্রশাসক মহোদয়ের ই- সেবা কেন্দ্রে ২ নং ক্রমিকে উল্লিখিত ফি এর কোর্ট ফি সহ  আবেদন করতে হবে।

একজন আবেদনকারী আবেদন করার পর তার চাহিত নকলের কেস নথি তলব করা হয়। নথি পাওয়ার পর আবেদনকারীকে প্রয়োজনীয় কোর্ট ফি ও ফলিও সরবরাহ করতে হবে।কোর্ট ফি এবং ফলিও পাওয়ার সাত দিন পর রেকর্ডরুম অথবা ই- সেবা কেন্দ্র থেকে সরবরাহ করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলা রেকর্ডরুম

প্রয়োজনে যোগাযোগ :- ০১৩২২৮৭৫৫১৫

 

 

 

স্বাক্ষরিত/-

আর আর ডি সি

খুলনা।


যোগাযোগ

রেকর্ডরুম শাখাজেলা প্রশাসকের কার্যালয়, খুলনা। মোবাইল নম্বর: ০১৩২২৮৭৫৫১৫


অন্যান্য

0


কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা