Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
স্থানীয় সরকার শাখা.
বিস্তারিত

৩। শাখার পরিচিতি - স্থানীয় সরকার শাখা, রুম নং-৪৬ (২য় তলা ), জেলা প্রশাসেকর কার্যালয়, খুলনা

 

৪। শাখার কার্যক্রম -

 

ক) আন্ত-উপজেলা  খেয়াঘাট ইজারা প্রদান

খ) সকল প্রকার নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম

গ) মৃতু ব্যক্তির তথ্য প্রদান

ঘ) বিভিন্ন দপ্তরের সিডিউল বিক্রয় টেন্ডার বাক্স স্থাপণ

ঙ) ঈদ বা বিশেষ কোন উপলক্ষে হাট বা মেলা স্থাপণ

চ) পেৌরসভা বা উপজেলা পরিষদের বিভিন্ন প্রকার তথ্য মন্ত্রণালয় প্রেরণ

ছ) ইউপি চেয়ারম্যাদের সম্মানীভাতা প্রদান

জ) ইউপি সদস্যদের সম্মানীভাতা প্রদান

ঝ) ইউপি সচিবদের বেতনভাতা প্রদান

ঞ) ইউপি সচিবদের আনুতোষিকভাতা প্রদান

ট) দফাদার মহল্লাদারদের বেতনভাতা প্রদান

ঠ) দফাদার মহল্লাদারদের পোষাক -সরমজ্ঞামাদি সরবাহ

ড)ইউপি চেয়ারম্যান-সদস্যদের দূর্নিতীর তদন্ত  প্রতিবেদন প্রেরণ

ণ) ইউপি সচিবদের নিয়োগ বদলী

ত) মন্ত্রণালয় বা বিভাগীয় কমিশনার মহোদয়ের অফিসের বিভিন্ন প্রকার চাহিত তথ্য বা প্রতিবেদন প্রেরণ


নাগরিক সেবা

১) ইউপি সচিবদের ব্যক্তিগত নথি ২) ইউপি সচিবদের চাকুরী বহির কার্যক্রম ও সংরক্ষন ৩) ইউপি সচিবদের বেতন করণ ও বেতনের চেক প্রদান ৪) সকল উপজেলার হাট-বাজার সংক্রান্ত নথি ৫) যেৌতুক ও বাল্য -বিবাহ মাসিক সভা সংক্রান্ত নথি ৬) জন্ম-নিবন্ধনের মাসিক সভা সংক্রান্ত নথি ৭) যেৌতুকের মাসিক প্রতিবেদন প্রদান সংক্রান্ত নথি ৮) দফাদার মহল্লাদারদের প্রতিবেদন প্রদান সংক্রান্ত নথি ৯) পেন্ডিং লিষ্ট প্রদান সংক্রান্ত নথি  ১০) ইউপি সচিবদের দক্ষতাসীম/ টাইম স্কেল প্রদান সংত্রান্ত নথি ।


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

 

৫। সিটিজেন চার্টার

 

ক) মৃত্যু ব্যক্তির মৃত্যু সনদ প্রদান থ) বিভিন্ন প্রকার সিডিউ প্রদানের তথ্য গ) খেয়াঘাট ইজারার তথ্য ঘ) হাটবার ইজারার তথ্য ঙ) সকল প্রকার নির্বাচনের তথ্য ও ফলাফল জনসাধাণকে জানানো ইত্যাদি ।

 

৬। শাখার সকল কর্মচারী বৃন্দ

 

 

১) শাখার ডাক ফাইল দেখা ও কর্মকর্তার নিকট প্রেরণ ২) হাজিরা খাতা দেখা ও কর্মকর্তার নিকট প্রেরণ ৩) দফাদার মহল্লাদারদের পোষাক ও সরমজ্ঞামাদি সরবরাহ সংক্রান্ত নথি  ৪) ইউপি চেয়ারম্যান, সদস্য ও দফাদার মহল্লাদারদের বেতনভাতা সংক্রান্ত নথি ৫) ইউপি সচিবদের নিয়োগ বদলী সংক্রান্ত নথি ৬) উচ্চ আদালতের মামলা সংক্রান্ত নথি ৭) সকল প্রকার নির্বাচন সংক্রান্ত নখি ৮) মৃত্যুর সনদ প্রদান সংক্রান্ত নথি ৯) শাখার কর্মচারীদের করণ ও প্রদান ১০) ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দূর্নীর অভিযোগ সংক্রান্ত নথি ।

 

 

 

১) আন্ত: উপজেলা খেয়াঘাট ইজারা সংক্রান্ত নথি ২) পেৌরসভা ও উপজেলা পরিষদের তথ্য প্রদান সংক্রান্ত নথি ৩) নন-ট্যাক্স রেভিনিউ প্রদান সংক্রান্ত নথি ৪) শাখার কর্মকর্তার কর্মতথপরতা প্রদান সংক্রান্ত নথি ৫) উপজেলা পরিষদের বাসা কনডেম ঘোষণা সংক্রান্ত নথি । ৬) শখার চিঠি পত্র ইস্যু করা ৭) শাখার চিঠি পত্র রিসিভ করা ৮) চিঠি পত্র মন্তণালয় ও বিভিন্ন স্থানে প্রেরণ করা ৯) সার্ভিস ষ্টাম্প রেজিস্টার সংরক্ষণ করা ১০) শাখার অডিট সংক্রান্ত নথি


যোগাযোগ

স্থানীয় সরকার শাখাজেলা প্রশাসকের কার্যালয়, খুলনা।মোবাইল নম্বর: ০১৩২২৮৭৫৫২০


অন্যান্য

0


ছবি
www.khulna.gov.bd/dcoffice_section/f55ab9a1_1c4f_11e7_8f57_286ed488c766/Capture.JPG
কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা