জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার অধীন একটি শাখা যাহা কালেক্টরেট ভবনের নীচ তলায় অবস্থিত।
সিটিজেন চার্টার/নাগরিক সেবা
ক্রঃনং |
শাখা থেকে প্রদত্ত সেবা |
সেবা গ্রহণের করণীয় |
সেবা গ্রহণে ব্যয় |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রদানের সময় |
সংশিস্নষ্ট কর্মকর্তা/ কর্মচারীর নাম, পদবী ও মোবাইল নম্বর |
মমত্মব্য |
১. |
জেলা প্রশাসকের কার্যালয়ের শাখাসমূহ, নির্বাহী আদালতসমূহ এবং ৯টি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সরকারীভাবে প্রাপ্ত ফরম ও স্টেশনারী সামগ্রী বিতরণ |
অনুমোদিত চাহিদা পত্র প্রেরণ |
কোন ব্যয় নাই |
চাহিদার প্রেক্ষিতে মালামাল থাকা সাপেক্ষে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদনের পর নির্ধারিত রেজিস্টারে স্বাক্ষর পূর্বক প্রদান করা হয়। |
তাৎক্ষণিক/ প্রয়োজনীয় সময় |
ফারজানা রহমান সহকারী কমিশনার ০১৯১৪ ১৯৯৯৫১৭
মো: রেজাউল করিম অফিস সহকারী ০১৭৩১ ৯৭১৩৫২
|
|
স্টোরে মালামাল থাকা সাপেক্ষে সরবরাহ।
ম্যানেজার, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, খালিশপুর, খুলনা হতে সরকারীভাবে প্রতি অর্থ বছরের জন্য বরাদ্দকৃত প্রাপ্ত ফরম ও স্টেশনারী সামগ্রী গ্রহণ পূর্বক জেলা প্রশাসকের কার্যালয়ের শাখাসমূহ, নির্বাহী আদালতসমূহ এবং ৯টি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিতরণ করা হয়।
ফরমস্ ও স্টেশনারী শাখাজেলা প্রশাসকের কার্যালয়, খুলনা।
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস