প্রবাসী কল্যাণ শাখা অত্র জেলায় প্রবাসে অবস্থানকারীদের দেশে অবস্থানরত পরিবারে সুযোগ-সুবিধা, অভিযোগ, প্রবাসে অবস্থানরতদের বৈবাহিক সনদ, বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালের চক্রে পড়লে তাদের অভিযোগ গ্রহণ ইত্যাদি সেবা প্রদান করে থাকে।প্রবাসী কল্যাণ শাখা অত্র জেলায় প্রবাসে অবস্থানকারীদের দেশে অবস্থানরত পরিবারে সুযোগ-সুবিধা, অভিযোগ, প্রবাসে অবস্থানরতদের বৈবাহিক সনদ, বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালের চক্রে পড়লে তাদের অভিযোগ গ্রহণ ইত্যাদি সেবা প্রদান করে থাকে।
শাখার নাম ঃ প্রবাসী ও কল্যাণ শাখা
ক্রঃ নং |
সেবার ধরণ/বিবরণ |
সেবা প্রদানের সাথে জড়িত কর্মকর্তা/ কর্মচারীদের পদবী |
সেবা গ্রহীতা |
সেবা গ্রহীতার জন্য অনুসরণীয় পদ্ধতি |
সেবা প্রদানের শর্ত |
সেবা প্রদনে অনুসরণীয় পদ্ধতি |
প্রদের সরকারী ফি |
সেবা প্রদানের সময়সীমা |
মন্তব্য |
1. |
প্রবাসী বাংলাদেশীদের বৈবাহিক সনদ সম্পর্কিত |
জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিস সহকারী |
জনগণ |
মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক |
মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক |
মন্ত্রণালয়ের নির্দেশনা সঠিকভাবে পূরণ হলে |
৫০০/- টাকার চালানের মূল কপি |
পত্র প্রাপ্তির ৭-১৫ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয় |
|
2. |
প্রবাসী বাঙ্গালীদের অভিযোগ সংক্রান্ত |
ঐ |
জনগণ |
মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক |
- |
- |
- |
- |
|
3. |
বৈদেশক কর্মসংস্থান সম্পর্কে উদ্বুদ্ধকরণে উপজেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, স্থানীয় প্রতিষ্ঠান, স্থানীয় এনজিও এবং অন্যান্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে সম্পৃক্তকরণ। |
ঐ |
জনগণ |
মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক |
- |
- |
- |
- |
|
4. |
প্রবাসে মৃত্যুবরণকারীর মৃত দেহ নিজ বাড়ীতে পৌঁছানো ও দাফন কাফনে সহায়তা করার এবং তার পরিবারকে আর্থিক সাহায্য প্রাপ্তিতে সহায়তা করা |
ঐ |
জনগণ |
মৃত্যুবরণকারী কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য প্রাপ্তিতে সহায়তা প্রদান |
- |
- |
- |
- |
- |
জর্ডান ও ওমানে মহিলা গৃহকর্মী প্রেরণ চলমান রয়েছে।
১. বৈদেশিক কর্মসংস্থানের জন্য স্থানীয় জনগণকে উদ্বুদ্ধকরণ;
২. বিদেশে শ্রম বাজারের চাহিদা অনুযায়ী কারিগরী দক্ষতা অর্জনের জন্য স্থানীয় জনগণকে উদ্বুদ্ধকরণ;
৩. বৈদেশিক চাকুরীর ক্ষেত্রে প্রতারনা সম্পর্কে সহানীয় জনগণকে সচেতন করার লক্ষ্যে সচেতনামূলক কার্যত্রুম গ্রহণ;
৪. বৈদেশিক কর্মসংসহান সম্পর্কিত উদ্বুদ্ধকরণ ও সচেতনামূলক কার্যক্রম উপজেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সহানীয় সরকার প্রতিষ্ঠান, স্থানীয় এনজিও এবং অন্যান্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে সম্পৃক্তকরণ;
৫ বৈদেশিক চাকুরীর ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাদি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ঢাকা থেকে সংগ্রহ ও বিদেশ গমনেচ্ছুদেরকে তা সরবরাহ;
৬. বাংলাদেশের সকল প্রাইভেট রিত্রুুটিং এজেন্সীর তালিকা, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে সংগ্রহপূর্বক সংরক্ষণ এবং প্রয়োজনে বিদেশ গমনেচ্ছুদের এতদসংক্রান্ত তথ্যাদি প্রদান;
৭. প্রাইভেট রিত্রুুটিং এজেন্সীর নামে অন্য কোন ব্যক্তি/প্রতিষ্ঠান যাতে এ ধরনের কার্যত্রুম পরিচালনা করতে না পারে তা তদারকি করা;
৮. প্রবাসী কর্মীদের অভিযোগ গ্রহণ ও সমাধানে ব্যবস্থা গ্রহণ;
৯ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরিত প্রবাসী কর্মীদের অভিযোগ সমাধানে ব্যবস্থা গ্রহণ;
১০. দেশে বসবাসরত প্রবাসীদের পরিবারকে সর্বপ্রকার হয়রানিমূলক কার্যত্রুম থেকে রক্ষার জন্য যথাযথ সহায়তা প্রদান;
১১. গ্রামীন উন্নয়ন ও সমাজ কল্যাণমূলক কর্মকান্ডে প্রবাসী বাংলাদেশীদের রেমিট্যান্স বিনিয়োগে উদ্বুদ্ধকরণ;
১২. ক্ষেত্র বিশেষে মৃত্যুবরণকারী প্রবাসীর মৃতদেহ নিজ বাড়িতে পৌছানো ও দাফন/কাফনের ব্যবস্থা করতে সহায়তা প্রদান;
১৩. প্রযোজ্য ক্ষেত্রে প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর পারিবারকে আর্থিক সাহায্য প্রাপ্তিতে সহায়তা প্রদান;
১৪. বাংলাদেশে ফেরত প্রবাসীদের পেশা ও দক্ষতাসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি সংরক্ষণ;
১৫. জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ভোকেশনাল গাইডেন্স কার্যত্রুম মনিটরিং;
১৬. জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কার্যক্রম সমন্বয় সাধন;
১৭. প্রবাসীদের কল্যাণে সরকারকে তথ্য সরবরাহ ও পরামর্শ প্রদান; ও
১৮ সময়ে সময়ে সরকার কর্তৃক এতদসংক্রান্ত অন্যান্য কার্য সম্পাদন করা।
প্রবাসী কল্যাণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা মোবাইল নম্বর: ০১৩২২৮৭৫৫২৭
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস