Wellcome to National Portal

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী—অনলাইন জুয়া খেলার জন্য পোর্টাল/অ্যাপস/ডিভাইস তৈরি, পরিচালনা, অংশগ্রহণ, সহায়তা, উৎসাহ প্রদান বা বিজ্ঞাপনে যুক্ত থাকা আইনত দণ্ডনীয় অপরাধ যার শাস্তি অনধিক দুই বছর কারাদণ্ড বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লাইব্রেরী শাখা
বিস্তারিত

লাইব্রেরী অর্থাৎ যেকানে বইপ্রত সংরক্ষণ করা হয়। জেলা প্রমাসনের লাইব্রেরী প্রশাসনের বিভিন্ন প্রকার আইনের, কর্মচারী শৃংখলা আচরণ বিধিমালা সংক্রািন্ত বই সরকারী গেজেট ইত্যাদি সংরক্ষণ করা হয়।


নাগরিক সেবা

 

ক্রঃ নং

সেবার ধরণ/বিবরণ

সেবা প্রদানের সাথে জড়িত কর্মকর্তা/ কর্মচারীদের পদবী

সেবা গ্রহীতা

সেবা গ্রহীতার জন্য অনুসরণীয় পদ্ধতি

সেবা প্রদানের শর্ত

সেবা প্রদনে অনুসরণীয় পদ্ধতি

প্রদের সরকারী ফি

সেবা প্রদানের সময়সীমা

মমত্মব্য

 

কালেক্টরেটে কর্মরত কর্মকর্তা/কর্মচারীর বই সরবরাহ

১। সহকারী কমিশনার

ও ভারপ্রাপ্ত কর্মকর্তা

২। লাইব্রেরীয়ান

৩। এমএলএসএস

কালেক্টরেটে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ

বইয়ের নাম, গেজেটের সংখ্যা ও তারিখ ওপ্রকাশনার নাম উল্লেখ পূর্বক চাহিদা পত্র প্রেরণ

সংশ্লিষ্ট রেজিস্টারে নিজ উপসিহত হয়ে স্বাক্ষর গ্রহণ

সংশ্লিষ্ট কমিশনারের নাম, পদবী লিপিবদ্ধ করতঃ ফেরত প্রদানের তাগিদসহ স্বাক্ষর গ্রহণ

কোন সরকারী ফি নাই

চাহিদা পত্র প্রেরণের সাথেসাথে অথবা বই থাকার সাপেক্ষে

 

 


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

সরকারি বিভিন্ন গেজেট সংরক্ষণ, প্রশাসনের প্রয়োজনীয় বিভিন্ন আইনের বই সংরক্ষণ এবং কর্মকর্তা কর্মচারীদের চাহিদা মোতবেক সরবরাহ করা ইত্যাদি


যোগাযোগ

লাইব্রেরী শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা


অন্যান্য

0


ছবি
www.khulna.gov.bd/dcoffice_section/f55ad603_1c4f_11e7_8f57_286ed488c766/Untitled_16.jpg
কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা