Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
স্যার পি.সি. রায়ের বাড়ি
স্থান

পাইকগাছা

কিভাবে যাওয়া যায়

খুলনা থেকে বাসে পাইকগাছা যাবার পথে, রাড়ুলী পাইকগাছা সংযোগ সড়কে নেমে, সেখান থেকে রিক্সা কিংবা অটোরিক্সায় যাওয়া যায়

যোগাযোগ

0

বিস্তারিত

খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়ি অবস্থিত। জনশ্রুতি অনুযায়ী ১৮৫০ ইং সনে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের পিতা হরিশ চন্দ্র রায় রাড়ুলী গ্রামে স্থায়ীভাবে বসবাসের জন্য একটি বসত বাড়ি নির্মাণ করেন। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের পিতা ১৮৫০ ইং সনে গ্রামের বালিকাদের লেখাপড়ার জন্য তার স্ত্রী ভূবন মোহিনীর নামে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এটাই খুলনা জেলার সর্ব প্রথম বালিকা বিদ্যালয়। স্থানীয় জনগণের ধারণা, হরিশ চন্দ্র রায় যে বছর তার স্ত্রীর নামে বালিকা বিদ্যালয় স্থাপন করেন সেই বছরই তিনি এই বাড়িটি নির্মাণ করেন। হরিশ চন্দ্র রায়ের পাকা বাড়িটি দুটি ভাগে বিভক্ত। একটি সদর মহল অপরটি অন্দর মহল। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের লেখা আত্মচরিত হতে জানা যায় সদর মহলটি পুরুষদের বসবাসের জন্য নির্মাণ করা হয় এবং অন্দর মহলটি মহিলাদের বসবাসের জন্য নির্মাণ করা হয়।

জনশ্রুতি হতে জানা যায় এই অন্দরমহলেই আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ১৮৬১ ইং সনে ২রা আগস্ট জন্মগ্রহণ করেন। এই অন্দরমহলটি সদর মহলের অনুরূপ স্থাপত্য নকশায় নির্মিত। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ভ্রাতুষ্পুত্র বাবুচারণ চন্দ্র রায় চৌধুরী ১৯৮২ ইং সনে বাংলাদেশ ত্যাগ করবার সময় পর্যন্ত উক্ত বাড়িতে বসবাস করতেন।